বোরহানউদ্দিনে আওয়ামীলীগ থেকে ৮ জন এবং যুবলীগ থেকে ১ জন স্থায়ী বহিস্কার

PicsArt_11-15-12.32.10.jpg

সাগর চৌধুরীঃ আজ মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ার অভিযোগে বোরহানউদ্দিনে আওয়ামীলীগ থেকে ৮ জন এবং যুবলীগ থেকে ১ জন স্থায়ী বহিস্কার করা হয়েছে।

বহিস্কৃদের তালিকা প্রকাশ করেছে বোরহানউদ্দিন উপজেলার আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম।

১. আল-আমিন (বড়মানিকা) সাধারন সম্পাদক, ইউনিয়ন আওয়ামী লীগ।

২. জসিম উদ্দিন হাওলাদার, (টবগী) সদস্য উপজেলা আওয়ামী লীগ ও সহ-সভাপতি ইউনিয়ন আওয়ামী লীগ।

৩. বেলায়াত হোসেন, (টবগী) সাধারন সম্পাদক, ইউনিয়ন আওয়ামী লীগ।

৪. নুরুল আমিন নিরব মিয়া, (কাচিয়া) সভপতি, ইউনিয়ন আওয়ামী লীগ।

৫. আসাদুজ্জামান বাবুল, (দেউলা) কার্যনির্বাহী সদস্য, উপজেলা আওয়ামী লীগ।

৬. কাজি কামাল হোসেন, (কুতুবা) ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ।

৭. মানিক হাওলাদার, (হাসান নগর) সহ-সভাপতি, ইউনিয়ন আওয়ামী লীগ।

৮. মোঃ হারুন অর রশিদ, (হাসান নগর) যুগ্ন-সাধারন সম্পাদক, ইউনিয়ন আওয়ামী লীগ।

৯. আলাউদ্দিন সর্দার, (পক্ষিয়া) সহ-সভাপতি, উপজেলা যুবলীগ।

বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র রফিকুল ইসলাম কাছে গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল? বহিষ্কার যারা হয়েছেন তারা চেয়ারম্যান নির্বাচিত হলে দলে আবার ফিরে আসবেন কি না?

উত্তরে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সভাপতি। তিনি যে নির্দেশনা দিবেন সেভাবেই আমরা ব্যবস্থা গ্রহন করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top