ভোলায় করোনার টিকা পাচ্ছে ৮৫ হাজার শিক্ষার্থী
জেলা প্রতিনিধিঃ বরিশাল বিভাগের ভোলা জেলার ১২ থেকে অনূর্ধ্ব ১৮ বছর বয়সী ৮৫ হাজার শিক্ষার্থী পাচ্ছে করোনার টিকা।
শনিবার (১৩ নভেম্বর) সকালে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী, সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। তাছাড়া ভোলা সদরের বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী ও তাদের অভিভাবক এবং স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোলা জেলায় ৮৫ হাজার শিক্ষার্থী টিকা পাচ্ছে এই বিষয়ে ভোলা জেলার সিভিল সার্জন কে এম শফিকুজ্জামান বলেন, ভোলায় শিক্ষার্থীদের মাঝে প্রথম শুরু হলো ফাইজারের টিকা কার্যক্রম। এর আগে ১৮ বছরের ওপর বয়সীদের টিকা দেওয়া হয়েছে। আগামীতে টিকা দেওয়া হবে।