উন্নয়নে অরোরার সেবা
বিশেষ রিপোর্টঃ রোটারি ক্লাব অব ঢাকা অরোরার চেঞ্জমেকার প্রেসিডেন্ট রোটারিয়ান অনুপমা আজ ৫ নভেম্বর, ২০২১ শুক্রবার টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার সিংহটিয়া গ্রামে অর্থনৈতিক উন্নয়নের ধারা বজায় রাখতে নারী স্বাবলম্বীতার লক্ষ্যে একটি স্থায়ী প্রকল্প হিরাম ই. শোরে ট্রেনিং সেন্টারের শুভ সূচনা করেন।
এ সময় ক্লাবের সদস্যবৃন্দ সহ এলাকার সম্মানিত সুধীজন উপস্থিত হন।
উল্লেখ্য যে, ক্লাবটি স্থানীয় প্রাইমারি স্কুলের শিশুদের মাঝেও খাবার, স্কুলব্যাগ, বই সহ স্কুল প্রাঙ্গণে একাধিক সেবামূলক কাজে অংশগ্রহণ করে।
রোটারিয়ান অনুপমার সূত্রমতে, ট্রেনিং সেন্টারটি রোটারি ইতিহাসের প্রথম ৪ রোটারিয়ানের একজনের নামে নামকরণ করা হয়; যিনি একজন টেইলারিং ব্যবসায় নিয়োজিত ছিলেন এবং সেন্টারটিও সেলাই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় গ্রামের সুবিধাবঞ্চিত নারীদের এক আলোকময় ভবিষ্যতের দ্বার উন্মুক্ত করবে।
উল্লেখ্য যে, অরোরা ক্লাবটি কিছুদিন আগেও রোটারির জনক পল পি.হ্যারিস লাইব্রেরি নিয়ে কাজ শুরু করেন। জীবন পরিবর্তনে রোটারি সেবা এবং উন্নয়নের মান নিশ্চিত করাই রোটারি ক্লাব অব ঢাকা অরোরার মূলমন্ত্র।