জাতীয় স্বেচ্ছায় রক্ত দান ও মরনোত্তর চক্ষুদান দিবসে
মানব কল্যাণ পরিষদের নানা আয়োজন
নারায়নগঞ্জ প্রতিনিধিঃ “রক্তে রক্তে বন্ধন হোক, রক্তে লাগুক ঢেউ, আমার চোখে দেখবে ধরা নতুন করে কেউ” প্রতিপাদ্য বিষয় নিয়ে ২ নভেম্বর মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ভিক্টোরিয়া প্রাঙ্গণে জাতীয় স্বেচ্ছায় রক্ত দান ও মরনোত্তর চক্ষুদান দিবসে সচেতনতামূলক র্যালী করেছে মানব কল্যাণ পরিষদ।
নারায়ণগঞ্জ সিভিল সার্জন আয়োজিত র্যালীতে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার তত্ত্বাবধানে অংশগ্রহণ করে।
এ সময় সাংগঠনিক ব্যানারে প্রধান অতিথি হিসেবে সচেতনতামূলক র্যালীতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডাঃ ইমতিয়াজ আহমেদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সাখাওয়াত হোসেন, মানব কল্যাণ পরিষদের শিক্ষা বিষয়ক সচিব ফাহমিদা হক, স্বেচ্ছাসেবক রক্তযোদ্ধা রাসেল ইসলাম জীবন, সক্রিয় সমাজকর্মী সুবর্ণা সিরাজ, রিমি আক্তার, লিজা জাহান, তাবাস্সুম তাজিন রাত্রি ও ঝুমি আক্তার প্রমুখ। সকলকে মানবিক গুণাবলীতে স্বেচ্ছায় রক্ত দান ও মরনোত্তর চক্ষু দানের আহ্বান জানিয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন।