সিডনিতে আনন্দঘন পরিবেশ – সোমবার স্বাধীনতা দিবস!
অস্ট্রেলিয়ার থেকে মোহাম্মাদ আবদুল মতিনঃ করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে গত ২৫ জুন মধ্যরাত থেকে শুরু হয় লকডাউন। টানা দীর্ঘ সাড়ে তিনমাসের লকডাউনের অবসান হচ্ছে আগামিকাল ১০ অক্টোবর (রোববার)। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে তিন ধাপে লকডাউন শিথিল করা হচ্ছে। ৭০% পুরোপুরি টিকা গ্রহণকারীদের জন্য প্রথম ধাপ শুরু হতে যাচ্ছে ১১ অক্টোবর (সোমবার) থেকে। ৮০% পুরোপুরি টিকা গ্রহণের পর দ্বিতীয় ধাপ শীঘ্রই শুরু হবে এবং ১লা ডিসেম্বর থেকে সকলের জন্যপুরোপুরি লকডাউন শিথিল করা হবে।
লকডাউন শিথিল ঘোষণার পর সিডনিতে শুরু হয়েছে আনন্দঘন পরিবেশ। মসজিদ, মন্দির, গীর্জা, জিম, ব্যবসা-বাণিজ্য, শপিং সেন্টারসহ সবকিছু খুলে দেওয়ায় বাহিরে যাওয়া ও নিজ বাসায় অতিথি আমন্ত্রণের হিড়িক পড়েছে সিডনিতে। অনেকেই আবার সোমবারকে স্বাধীনতা দিবস হিসেবে আখ্যায়িত করেছেন। অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের সম্মানিত সদস্য ডক্টর রতন কুন্ডু এবং বাংলাদেশ এসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলসের সাবেক সভাপতি সাইফুল ইসলাম চৌধুরীসহ অনেকেই সোমবারকে আমাদের স্বাধীনতা দিবস হিসেবে আখ্যায়িত করেছেন।
লকডাউনের প্রথম ধাপে কোথায় কতজন যাওয়া যাবে?
লকডাউনের প্রথম ধাপে ঘরে অতিথি গ্রহন (১৬ বছরের উর্ধে ফুল ভেক্সিনেটেড) ১০ জন। ১২ বছরের কম বয়সীদের দর্শনার্থী হিসেবে গণনা করা হবেনা তারা তাদের পিতা-মাতার সাথে অংশগ্রহণ করতে পারবেন। হসপিটালিটি বুকিং ২০ জন, হেয়ার ড্রেসার সেলুন সর্বোচ্চ ৫ জন, জিম ২০ জন, টিকেট ও বসার ব্যবস্থা-সহ অনুষ্ঠান ৫০০ জন, স্টেডিয়াম ৫,০০০ জন, বিয়ে-শাদী ১০০ জন, জানাজা ১০০ জন, স্পোর্টস এবং এক্সারসাইজ ৩০ জন, আউটডোর পিকনিক ৩০ জন, হডিডে হোম ১০ জন।
মসজিদসহ অন্যান্য উপাসনালয়ঃ উপাসনালয় জনসাধারণের জন্য খোলা থাকবে। আপনি যদি পুরোপুরি টিকা দিয়ে থাকেন তাহলে আপনি বিধি-নিষেধ মেনে উপাসনালয়ে উপস্থিত হতে পারেন। নির্দিষ্ট কোন সংখ্যার উল্লেখ নেই।
রেস্তোরাঁ এবং আতিথেয়তাঃ আতিথেয়তা প্রাঙ্গণ, যেমন ক্যাসিনো, রেস্তোরাঁ, ক্যাফে, ফাংশন সেন্টার, ফুড কোর্ট, খাদ্য ও পানীয় প্রাঙ্গণ, কিয়স্ক, মাইক্রো-ব্রুয়ারী বা ছোট ডিস্টিলারি, পাব, নিবন্ধিত ক্লাব এবং ছোট বারগুলি গ্রাহকদের জন্য আবার খুলতে পারে প্রাঙ্গনে খাদ্য ও পানীয় গ্রহণ করার জন্য। আপনি যদি পুরোপুরি টিকা দিয়ে থাকেন তাহলে আপনি বিধি-নিষেধ মেনে উপাসনালয়ে উপস্থিত হতে পারেন। নির্দিষ্ট কোন সংখ্যার উল্লেখ নেই।