আদম – ৭ শাহান সিরাজী
নগ্ন আদম এতোক্ষণ নিজের দিকে তাকায়নি
কেবল ছুটছে আর ছুটছে
হাতে তার বেতফল
মাঝপথে হাওয়া উড়িয়ে দিলো তার দীঘল চুল
মেঘ ভেবে আদম সোজা ঢুকে গেলো চুলরাজ্যে
হতচকিত আদম নিজেকে বেকুবের মতো আবিষ্কার করলো
এবং লজ্জায় হাওয়ার আঁচল জড়িয়ে নিলো।
একটাই শাড়ি
অর্ধেক হাওয়া
অর্ধেক আদম
পা বাড়াবে কী করে!
আদম হাওয়াকে আগলে রাখে
বুকের সিনায়, নিজের পায়ে হাওয়ার পা মিশিয়ে নেয়.. তারপর এগিয়ে যায়.. ধীরে ধীরে…
আদম খুঁজে পায় উষ্ণ প্রস্রবণ
হাওয়াকে আমন্ত্রণ জানায়
হাওয়া জানতে চায় বেতফল কেন!
আদম হাসে, গর্ভবতীরা টক খেতে ভালোবাসে…
হাওয়া দ্রুতই বুকের ভেতর লুকিয়ে রাখা গন্ধম বের করে
সেই উষ্ণ স্রোতধারায় আদম ডুবিয়ে দেয় গন্ধমের রক্তবীজ!
নিজের দিকে তাকিয়ে আদম পুলকিত হয়,শিহরিত হয়
দিনের আলো থেকে রাতের আঁধার
আদমের মাদক মাদক সময়
হাওয়া চূলা জ্বালায় গন্ধমের ক্ষীর রাঁধে
আদম গ্রোগ্রাসে গিলে…
ঈশ্বর আদমের কান্ড দেখে রেগে যায়
আদম নতশিরে দাঁড়ায়,
প্রভু যে শাস্তিই দাও
মাথা পেতে নেবো….
ভাবনায় পড়লেন ঈশ্বর
আদম তর্ক করতে শিখলো কী ভাবে!
পাশ ফিরে দেখেন
ঢাকাই শাড়িতে হাওয়া গ্রীবাবাঁকিয়ে উন্মনা অথচ চপল
তার গায়ে গন্ধমের পোড়া ঘ্রাণ!
বিস্ময়ে ঈশ্বর অপলক চেয়ে থাকলেন,তারপর ধীরে ধীরে বলেন,যাও ভূমিতে কর্ষণ করে খাও।
আদম ততোধিক গভীরতায় আচ্ছন্ন হয়
ঈশ্বরের চরণে মাথা খুঁড়ে
অন্য কিছু নয় কেবল হাওয়াকেই চাই…
শাহান সিরাজী
ইন্সট্রাক্টর (সাধারণ)
পিটিআই মুন্সিগঞ্জ
কবি প্রাবন্ধিক কথা সাহিত্যিক।