ইন্দ্রিয়াতীত তুমি – শাহানা সিরাজী
জীবনের ভেতর রয়েছে আরো জীবন!
যে জীবন তোমাকে মনুষ্যশূন্য করে
সে জীবন তুমিই তৈরি করেছো
তোমার তৈরি শাসনদন্ড তোমাকে করেছে নিঃস্ব
তুমি হেঁটে যাও
ঘেমে যাও
একা একা
পাশ দিয়ে চলে যাওয়া মানুষ
ঘৃণায় মুখ ফেরায়-
সে জীবন তুচ্ছ! সে জীবন অনভিপ্রেত!
সে জীবন ব্যর্থ!
মরণের ভেতর রয়েছে আরো মরণ!
সে মরণে মানুষ বিলাপ করে
শোকসভা করে
সে মরণ মরণকে ছাপিয়ে যায়-
প্রভু হে এমন মরণ দিও যেন
কাঁদে আমার মা-পুত্র-স্বজন
শোকমিছিলে দাঁড়িয়ে বলে
তারে আমি চিনি
সে আমার একান্তই প্রিয়জন
এমন মরণ দিও প্রভু হে
যে মরণে চড়ুই পাখি নয়
শালিকেরা ঝাঁক বেঁধে আসে
ঢেকে দেয় নুড়ির বিকিরণে
তোমার মাঝে বিলীন হতে হতে রয়ে যাবো
মানুষের মাঝে
কারো দীর্ঘশ্বাসে, এক ফোঁটা অশ্রুতে
কারো নীরবানন্দে…
প্রভু হে
প্রভু….
শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর (সাধারণ)
পিটিআই মুন্সীগঞ্জ
কবি প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক৷