চাঁদাবাজি করতে গিয়ে ধরা; ছাত্রলীগ থেকে বহিষ্কার আকতারুল করিম রুবেল
অপরাধ প্রতিবেদকঃ চাঁদাবাজি মামলায় গ্রেফতার সোহরাওয়ার্দী উদ্যানের ‘রাজা’ নামে পরিচয় দেয়া ছাত্রলীগ নেতা আকতারুল করিম রুবেলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২৮ জুলাই) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের এ সিদ্ধান্ত জানানো হয়।
গ্রেফতার আকতারুল করিম রুবেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের উপ-দফতর সম্পাদক ছিলেন।
ছাত্রলীগের দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংগঠনের নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় আকতারুল করিম রুবেলকে (উপ-দফতর সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা হল, ঢাকা বিশ্ববিদ্যালয়) ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।’
সোমবার (২৬ জুলাই) রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের এক কর্মচারীকে আটকিয়ে চাঁদা দাবি ও মারধর করার সময় আটক হন এই ছাত্রলীগ নেতা। পরে ভুক্তভোগীর করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় শাহবাগ থানা পুলিশ।
এরপর মঙ্গলবার (২৭ জুলাই) পুলিশের আবেদনের প্রেক্ষিতে রুবেলের বিরুদ্ধে একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।