২৪ জেলেসহ ট্রলার ডুবি, নিখোঁজ ৩
জেলা প্রতিনিধিঃ বরগুনার পাথরঘাটা থেকে ২’শ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ২৪ জেলেসহ এফবি বিলকিস নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। ৪ ঘন্টা পরে ২১ জেলে উদ্ধার হলেও ট্রলারসহ ৩ জেলের হদিস মেলেনি।
আজ শুক্রবার (১৮ জুন) সকাল সাড়ে দশটার দিকে গভীর বঙ্গোপসাগরে মাছ ধরাররত অবস্থায় এ ঘটনা ঘটে। কোস্টগার্ডের দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশনের কোস্টগার্ড সদস্যরা সন্ধ্যায় তাদেরকে উদ্ধার করে পাথরঘাটা নিয়ে আসে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, পাথরঘাটা থেকে ২০০কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে এফবি বিলকিস নামে ট্রলারের জেলেরা মাছ ধরছিল এমন সময় হঠাৎ প্রচন্ড ঝড়ে ঢেউয়ের তোড়ে টলার ডুবে যায়। ৪ ঘন্টা পরে ২১ জেলেকে ভাসমান অবস্থায় পার্শ্ববর্তী আরেকটি মাছ ধরার ট্রলারের জেলেরা উদ্ধার করলেও তিন জেলে সহ ট্রলারের সন্ধান পাওয়া যায়নি।
এদিকে ডুবে যাওয়া ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য বঙ্গোপসাগরে পাথরঘাটা কোস্টগার্ড অভিযান চালিয়ে যাচ্ছেন বলে, আজ সন্ধ্যায় জানিয়েছেন।
আজ সন্ধা ৭ টার দিকে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেনেন্ট ফাহিম শাহরিয়ার বলেন, ট্রলার ও জেলে ডুবে যাওয়ার খবর পাওয়া মাত্রই আমাদের ফোর্স উদ্ধারের জন্য সাগরের যায়। দীর্ঘ সময় ধরে অভিযান চালিয়ে জেলেদেরকে উদ্ধার করতে সক্ষম হই।