পরিকল্পনামন্ত্রীর মোবাইল ছিনতাই

PicsArt_06-01-04.15.46.jpg

পরিকল্পনামন্ত্রীর মোবাইল ছিনতাই

অপরাধ প্রতিবেদকঃ ‘ছোঁ’ মেরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন নিয়ে গেল ছিনতাইকারী। রোববার (৩০ মে) রাজধানীর বিজয় সরণি মোড়ে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার (১ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, মোবাইলটি নিয়ে যাওয়ার পর আমি হতভম্ব হয়ে পড়েছিলাম। তাৎক্ষণিকভাবে আমার গানম্যানসহ ডিউটিরত পুলিশ কর্মকর্তারা ছুটে গেলেও ছিনতাইকারীকে ধরতে পারেননি। ছেলে এক লাখ টাকায় ফোনটি কিনে দিয়েছিল।

মন্ত্রীর দফতর থেকে জানা যায়, রোববার সন্ধ্যার পর বিজয় সরণি সিগনালে মন্ত্রী গাড়ির মধ্যে বসে ফোনে কথা বলছিলেন। এ সময় মন্ত্রীর গাড়ির জানালা খোলা ছিল। এ সুযোগে ছিনতাইকারী ‘ছোঁ’ মেরে মন্ত্রীর মোবাইলটি নিয়ে যায়। এ ঘটনায় কাফরুল থানায় অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে কাফরুল থানার ওসি সেলিমুজ্জামান জানান, মন্ত্রীর ফোন ছিনতাইয়ের ঘটনায় গত রোববার রাতে একটি মামলা দায়ের করেছেন তার পিএস। বিজয় সরণির দিকে যাওয়ার সময় মন্ত্রীর গাড়ি আটকে ছিল। এ সময় জানালা খোলা ছিল। মন্ত্রী ফোনে কথা বলছিলেন। এই সুযোগে ছিনতাইকারী ফোন নিয়ে পালায়।

ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপ কমিশনার ওয়াহিদুল ইসলাম, আমরা এ ঘটনার ছায়াতদন্ত করছি। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ছিনতাইকারীকে শনাক্ত করে গ্রেফতারে চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top