রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য অবরুদ্ধ
বিশেষ প্রতিবেদকঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি নিয়োগ পাওয়া ১৩৮ জন শিক্ষক কর্মকর্তা-কর্মচারী তাদের চাকরিতে যোগদানের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে দুই উপ-উপাচার্য, রেজিস্টার এবং কোষাধ্যক্ষকে অবরুদ্ধ করে রেখেছে।
আজ সোমবার (৩১ মে) বেলা ১১টা থেকে উপাচার্যের সম্মেলন কক্ষে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, গত ৫মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম. আব্দুস সোবহান ‘এডহক’-এ ১৩৮ জনকে নিয়োগ প্রদান করেন! পরের দিন ৬ মে নিয়োগপ্রাপ্ত শিক্ষক কর্মকর্তা-কর্মচারী যোগদান করেন। পরে ৮মে উপাচার্যের দৈনন্দিন রুটিন দায়িত্ব পাওয়া উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালামের মাধ্যমে বিদায়ী উপাচার্যের দেওয়া এই ১৩৮ জনের নিয়োগ আদেশের ওপর স্ব স্ব কর্মে যোগদানে স্থগিতাদেশ দেন। ওই স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের যোগদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে দুই উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়ার সঙ্গে বৈঠকে বসেছিলেন।
চাকরি প্রার্থীরা বলছেন, তারা যোগদান না করে ফিরে যাবেন না। দুপুর দেড়টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরুদ্ধ অবস্থা চলছিলো।