ট্রাফিক সচেতনামূলক মতবিনিময় সভা করেন কোতয়ালী ট্রাফিক জোন
শাহিন গাজী; নগর প্রতিবেদকঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক লালবাগ বিভাগ কোতোয়ালী ট্রাফিক জোনের উদ্যোগে রবিবার (২৮শে ফেব্রুয়ারি) সচেতনামূলক প্রচারণা ও মতবিনিময় সভা করেন।
এসময় উপস্থিত ছিলেন কোতয়ালী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার বিমান কুমার দাস, টি আই আমিনুল ইসলাম, টি আই একে ,এম, মঞ্জুরুল আলম, বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন বাদামতলী শাখার বাবুবাজার উপ কমিটির সভাপতি হাজী মোহাম্মদ পিন্টু, উপদেষ্টা আনছার হোসেন ভূঁইয়া, কোষাধ্যক্ষ জিকে মামুন, কার্যনির্বাহী সদস্য মোঃ ইসরাফিল, রোকন ঢালী, মহসিন, সাইফুল, বাবু, জুয়েল মূধা , সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় সহকারী পুলিশ কমিশনার বিমান কুমার দাস বলেন, পথচারী যাত্রী চালক গাড়ির মালিক সহ সকল নাগরিকের ট্রাফিক সংশ্লিষ্ট আমাদের সকলের দায়িত্ব।
যেমন, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হন, ফুটপাত দিয়ে পথ চলুন ফুটওভার ব্রিজ ব্যবহার করুন, রাস্তা পার হতে ট্রাফিক সিগন্যাল মেনে চলুন, ঝুঁকি নিয়ে রাস্তা পার হবেন না, মোবাইল ফোনে কথা বলা অবস্থায় রাস্তা পার হবেন না, অযথা হর্ন বাজাবেন না,
হাইড্রোলিক হর্ন পরিহার করুন, গাড়ি চালাতে ঘনঘন লেন পরিবর্তন করবেন না, গতিসিমা মেনে গাড়ি চালান, উল্টো পথে গাড়ি চালাবেন না, ডান বামে গাড়ি চালানোর ক্ষেত্রে ইন্ডিকেটর ব্যবহার করুন, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন না, গাড়ি চালাতে বৈধ ডকুমেন্ট সঙ্গে রাখুন, ফুটপাত দিয়ে মোটরসাইকেল চালাবেন না, মোটরসাইকেল উভয় যাত্রী হেলমেট ব্যবহার করুন, গাড়ি চলন্ত অবস্থায় হাত গাড়ীর ভিতরে রাখুন, ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চালাবেন না।
টিআই মঞ্জুরুল আলম বলেন, হকার বসিয়ে পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না।
টি আই আমিনুল ইসলাম বলেন, নির্দিষ্ট রুট মেনে বাস চালান, অযথা নির্মাণসামগ্রী রেখে রাস্তা ফুটপাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না।
এদিকে বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন বাবুবাজার উপ কমিটির সভাপতি হাজী মোহাম্মদ পিন্টু বলেন, কোতয়ালী ট্রাফিক জোনের সাথে থেকে রাস্তায় যানজট নিরলসনে আমার কমিটির লোকজন নিয়ে ট্রাফিকদের সাথে নিরলসভাবে ভাবে কাজ করে যাব।
এরপরে লিফলেট বিতরণ শেষে আলোচনা সভা শেষ করেন।