স্ত্রীর সম্পদে ফাঁসলেন সওজের সাবেক প্রকৌশলী হাবিবুর রহমান
অপরাধ প্রতিবেদকঃ সোয়া এক কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সড়ক ও জনপথের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমান ও তার স্ত্রী খাইরুন নেছার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মূলত স্ত্রীর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আসামি করা হয়েছে স্বামী হাবিবুরকে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন দুদকের উপপরিচালক সেলিনা আখতার।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকৌশলী হাবিবুর রহমানের স্ত্রী ফাতেমা খাইরুন নেছার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ২৮ লাখ ৮৮ হাজার ২০৬ টাকার সম্পদের তথ্য গোপনের প্রমাণ পাওয়া যায়। এছাড়াও ফাতেমার নামে এক কোটি ১৪ লাখ ৯৪ হাজার ৯২৬ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া যায় দুদকের অনুসন্ধানে।
ওই সম্পদ অর্জনের অভিযোগে ফাতেমা খাইরুন নেছা ও তাকে সহযোগিতা করার জন্য প্রকৌশলী হাবিবুর রহমানকে আসামি করা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।