তজুমদ্দিনে প্রানী সম্পদ দপ্তরে ৩০ টাকার গরুর প্রজনন ভ্যাকসিন ৫০০-১০০০ টাকায় বিক্রি

তজুমদ্দিনে প্রানী সম্পদ দপ্তরে ৩০ টাকার গরুর প্রজনন ভ্যাকসিন ৫০০-১০০০ টাকায় বিক্রি

উপজেলা প্রতিনিধিঃ ভোলার তজুমদ্দিনে প্রানী সম্পদ দপ্তর (পশু হাসপাতাল)এ গরু-মহিষের প্রজননের ৩০ টাকার ইনজেকশন- ভ্যাকসিন বিক্রি করছেন ৫ শ থেকে ১০০০ টাকা। বিনা চিকিৎসায় মারা যাইতেছে খামারিদের গরু-ছাগল। বিচার দাবি করে লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলা ডেইরি ফার্ম এসোসিয়েশন সদস্যরা।

গরু খামারী নাজিমউদ্দিন, নুর হাফেজ, আবুল কালাম লিখিত অভিযোগে জানান, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ চন্দ্র সরকার হাসপাতালে গরু মহিষের কৃমিনাশক, প্রজনন ভ্যাকসিন সহ সরকারি ঔষধ নির্ধারিত ফির চেয়ে বেশী দামে বিক্রি করেন। তার কাছে গেলে ফ্রি কোন ঔষধ না দিয়ে একটি চিকিৎসা পত্র হাতে ধরিয়ে দিয়ে নির্দিষ্ট ফার্মেসী থেকে ঔষধ কিনতে বলেন।

এছাড়াও গরু প্রজননের ভ্যাকসিন (বীজ) ৩০ টাকার পরিবর্তে ৫০০ টাকা নেন। বাড়ীতে গিয়ে ভ্যাকসিন দিলে ১৫০০/২০০০ টাকা দিতে হয়। খামারীরা আরও জানান, সঠিক সময়ে চিকিৎসা না পেয়ে এক বছরে তাদের প্রায় ২০ টি গরু মারা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top