মাস্ক না পড়ায় ২৬ জনকে ৪২ হাজার টাকা অর্থদণ্ড

PicsArt_11-13-06.03.03.jpg

চরফ্যাশনে মাস্ক না পড়ায় ২৬ জনকে ৪২ হাজার টাকা অর্থদণ্ড

মোঃ সিরাজুল ইসলামঃ ভোলার চরফ্যাশন উপজেলায় করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে জনসমাগম, সামাজিক দূরত্ব মেনে না চলা ও মাস্ক না পরার অপরাধে ২৬ জনকে ৪২ হাজার ১শত টাকা অর্থদণ্ড করেছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ রুহুল আমিন৷

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চরফ্যাশন বাজারে মহামারী করোনাভাইরাস এর বিস্তার বন্ধে ভ্রাম্যমাণ আদালত এ অর্থদণ্ড দিয়েছেন৷ দণ্ডিত ২৬ জনের মধ্যে চরফ্যাশন বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও সাধারন জনগন রয়েছে৷ সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷

চরফ্যাশন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন ২৬ জনকে অর্থদণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, করোনায় আক্রান্তের সংখ্যা না কমলেও স্বাস্থ্য বিধি মানার প্রবণতা একেবারেই কমে গেছে৷ আসছে শীত মৌসুমে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে৷ তাই করোনাভাইরাস এর বিস্তার বন্ধে, নিজে এবং পরিবারকে সুস্থ রাখতে সকলকে মাস্ক ব্যবহার করতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top