অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম -এর মৃত্যুতে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের শোক
সাগর চৌধুরীঃ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
তিনি শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকশন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দুদক-কে শুধু আইনি পরমর্শ্বই দিতেন না, বরং দুদকের চাঞ্চল্যকর মামলাসমূহ পরিচালনায় উচ্চ আদালতে নিজে উপস্থিত থেকে অপরাধীদের শাস্তি নিশ্চিতকল্পে নির্মোহভাবে আইনি দায়িত্ব পালন করতেন। দুদকের মামলায় অপরাধীদের শাস্তি নিশ্চিতে তিনি অবিচল দায়িত্ব পালন করে গেছেন। তার মৃত্যুকালে দুদক শ্রদ্ধাবনত চিত্তে তা স্মরণ করছে।
দুদক চেয়ারম্যান আরো বলেন, জাতিসংঘ দুর্নীতিবিরোধী কনভেনশনে স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশের পারস্পরিক আইনি সহায়তা বিষয়ক একটি কেন্দ্রীয় কর্তৃপক্ষ হিসেবে তাঁর নের্তৃত্বাধীন অ্যাটর্নি জেনারেল অফিস অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছে। ফলে দুর্নীতি দমন কমিশন বিভিন্ন দেশে বেশকিছু মিউচুয়াল লিগ্যাল এ্যসিস্ট্যান্স রিকয়েস্ট পাঠাতে পেরেছে এবং এর মাধ্যমে যেসব প্রয়োজনীয় তথ্য পাওয়া গেছে তা দুদকের মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।