জাতীয় পুরস্কার প্রাপ্ত সংগীত শিল্পী এস আই টুটুল করোনাক্রান্ত

PicsArt_08-21-05.05.13.jpg

জাতীয় পুরস্কার প্রাপ্ত সংগীত শিল্পী এস আই টুটুল করোনাক্রান্ত

সাগর চৌধুরীঃ এবারে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত সংগীত পরিচালক ও জনপ্রিয় সংগীত শিল্পী এস আই টুটুল।

আজ শুক্রবার (২১ আগস্ট) দুপুরে তিনি তার ফেইসবুকে স্টাটাস এর মাধ্যমে জানান, তিন দিন হলো তিনি করোনা পজেটিভ-এর ফলাফল পেয়েছেন। এখন নিজ বাসার একটি ঘরে আইসোলেশনে আছেন। এখন বাসায় থেকে চিকিৎসকের পরামর্শে চলছেন।

সবার কাছে নিজের ভুল-ত্রুটির জন্য ক্ষমা চেয়ে বলেন, ‘আল্লাহ পাকের এই পরীক্ষায় জানি না পাশ করবো কিনা। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আমার জানা-অজানা ভুল-ত্রুটিগুলো ক্ষমা করে দেবেন।’

এস আই টুটুল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। তার বাবা একজন পুলিশ কর্মকর্তা ছিলেন।

বাংলাদেশের টেলিভিশনের নাট্যজগতের প্রিয় মুখ তানিয়া আহমেদ তার স্ত্রী।

ব্যান্ড দল এলআরবি দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করলেও পরবর্তী সময়ে একক ক্যারিয়ার গড়েন তিনি। দেশেবিদেশে অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন ইতোমধ্যেই। সংগীত পরিচালক ও সংগীত শিল্পী হিসেবে জাতীয় চলচিত্র পুরস্কার বহুবার। অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী ও সুরকার তিনি।

তিনি তার ফেইসবুকে লিখেন,
বন্ধুরা,
তোমাদের সবার উপর মহান প্রতিপালক এর কাছ থেকে শান্তি ও রহমত নেমে আসুক। তিন দিন আগে
আমি করোনা টেস্ট করিয়েছি এবং টেস্ট এর রেজাল্ট পজিটিভ এসেছে। এখন বাসার একটা রুমে আইসোলেশন এ আছি।আল্লাহ পাকের এই পরিক্ষায় জানিনা পাশ করবো কিনা?তোমাদের সবার কাছেই আমি অনেক অনেক ঋণী। সবাই আমার জন্য একটু দোয়া করো।আমার জানা অজানা ভুল ত্রুটিগুলো ক্ষমা কোরে দিও।
আমি আমার প্রতিটি নামাজ এ সবার জন্যে ই দোয়া করি। সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।
হে করুনাময় আমাদের কে তুমি ক্ষমা কোরে দাও, সবাই কে তুমি হেফাজত করো।
আমিন…..। ‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top