নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে – আলী আজম মুকুল এমপি

PicsArt_03-17-03.10.45.jpg

নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে – আলী আজম মুকুল এমপি

সাগর চৌধুরীঃ আজ মঙ্গলবার সকালে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী’র সভাপতিত্বে বঙ্গবন্ধু’র জন্মশত বার্ষিকী আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তৃতা করেন আলী আজম মুকুল এমপি।

এসময় আলী আজম মুকুল এমপি বলেন, “জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে আমরা আজ একটি ঐতিহ্যাসিক দিনের স্বাক্ষী হয়ে রইলাম। বঙ্গবন্ধু’র চিন্তা চেতনায় ছিল বাংলাদেশের স্বাধীনতা। শেখ মুজিবুর রহমান জানতেন সাড়ে ৭ কোটি নিরস্ত্র বাঙ্গালি এদেশ স্বাধীন করবেন তাই তিনি অনেক আত্ম বিশ্বাসের সাথে বক্তৃতায় বলেছেন ‘‘এবারের সংগ্রাম মুক্তি’র সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম’’। বঙ্গবন্ধু এদেশের মানুষের অর্থনীতির কথা আগে বলে ছিলেন।

আলী আজম মুকুল এমপি বলেন, ১০ জানুয়ারী বঙ্গবন্ধু যখন বাংলাদেশে আসে তখনই বাংলাদেশের স্বাধীনতা পূর্ণতা পায়। নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।

তিনি আরোও বলেন, জননেত্রী শেখ হাসিনা ২১ বছর আন্দোলন সংগ্রামে মাধ্যমে ১৯৯৬ সালে সরকার গঠন করে বঙ্গবন্ধুর লালিত স্বপ্নগুলো একে একে বাস্তবায়ন করার লক্ষে কাজ করছেন। সরকারের উন্নয়ন চিত্র মানুষের মাঝে গ্রাম-গঞ্জে ছড়িয়ে দিতে হবে।

এ আলোচনা সভার পূর্বে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, আলী আজম মুকুল, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াছমিন, বোরহানউদ্দিন থানা অফিসার ইন-চার্জ ম. এনামুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আহম্মদ উল্ল্যাহ প্রমূখ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, ইউপি চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন। এরপর মুজিববর্ষকে স্মরণ করে রাখতে একই সাথে বোরহানউদ্দিন উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরে ৪৫ কোটি টাকা ব্যয়ে ২৪টি বাস্তবায়িত উন্নয়ন মূলক প্রকল্প কাজের শুভ উদ্বোধন করেন এমপি আলী আজম মুকুল।

অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top