বিদ্যুৎ চুরি রোধে বিদ্যুৎ আইনে অভিযান চলবে
বিদ্যুৎ ব্যবহারে অনৈতিক পথ অবলম্বন থেকে বিরত থাকি নিজে সচেতন হই, অন্যকেও সচেতন করি।
বাংলাদেশ সরকারের আইনানুযায়ী, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার, মিটারে হস্তক্ষেপ, বাইপাস, বিনা অনুমতিতে সংযোগ গ্রহণ সহ ইত্যাদি বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের বিধান
বাংলাদেশ সরকার করেছে।
বিদ্যুৎ ব্যবহারে অনৈতিক পথ অবলম্বন থেকে সম্পূর্ণ বিরত থাকতে নিজে সচেতন হই, অন্যকেও আমরা সচেতন করি।
বিদ্যুৎ চুরি ও বিদ্যুৎ আইনের বিভিন্ন বিষয় এবং জরিমানা, গ্রহক সচেতনতা, সম্পর্কে wnews360.com এর প্রতিনিধি সাগর চৌধুরী’র সঙ্গে কথা বলেন, জয়ন্ত কুমার শিকদার; ডিপিডিসি সংস্থাটির স্পেশাল টাস্কফোর্সের প্রধান।