শুল্ক ও কর ফাঁকি; সাত রাজস্ব কর্মকর্তা সহ ২৫ জনের বিরুদ্ধে ১৮ মামলা দুদকের।

20190711_133217.jpg

শুল্ক ও কর ফাঁকি; সাত রাজস্ব কর্মকর্তা সহ ২৫ জনের বিরুদ্ধে ১৮ মামলা দুদকের।

সাগর চৌধুরীঃ অসত্য তথ্য দিয়ে আমদানি করা পণ্য খালাসের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে দুই কোটি ৬৬ লাখ ২৯ হাজার ৪৮৮ টাকা কর ফাঁকির অভিযোগে চট্টগ্রামের সাবেক সাত শুল্ক কর্মকর্তা সহ মোট ২৫ জনের বিরুদ্ধে ১৮টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।



অভিযুক্তরা হলো, চট্টগ্রাম কাস্টমস হাউজের সাবেক সাত রাজস্ব কর্মকর্তা প্রাণবন্ধু বিকাশ পাল, শফিউল আলম, হুমায়ূন কবির, সাইফুর রহমান, মোহাম্মদ সফিউল আলম, নিজামুল হক ও সৈয়দ হুমায়ুন আখতার। অপর আসামিদের মধ্যে ১৪ আমদানিকারক ও চারজন সিঅ্যান্ডএফ এজেন্ট রয়েছে বলে জানা যায় দুদক সুত্রে।

আজ মঙ্গলবার চট্টগ্রামের ১ নম্বর সমন্বিত জেলা কার্যালয়ে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

তিনি বলেন, পরস্পর যোগসাজসে ক্ষমতার অপব্যবহার করে ২০১০ ও ২০১১ সালে শুল্ক ফাঁকি দিয়ে সরকারের দুই কোটি ৬৬ লাখ ২৯ হাজার ৪৮৮ টাকা আত্মসাৎ করার অভিযোগে এসব মামলা করা হয়।



মামলাগুলোতে বাদি হয়েছেন দুদকের সহকারী পরিচালক আফরোজা হক খান ও শেখ গোলাম মাওলা এবং উপ-সহকারী পরিচালক মো. সহিদুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top