ঘুষের টাকা ভাগাভাগির সময় শুল্ক গোয়েন্দা কর্মকর্তার বাড়ি থেকে আটক ৭।
সোনামসজিদ স্থলবন্দরে কর্মরত একজন কাষ্টমস গোয়েন্দা কর্মকর্তার রাজশাহী নগরীর উপশহর এলাকার বাসা থেকে বিপুল পরিমাণ ঘুষের টাকা, ডলার ও অস্ত্রসহ সাতজনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার দিনগত গভীর রাতে ডিবি-ডিসি আবু আহাম্মেদ আল মামুনের নেতৃত্বে ডিবির একটি দলের এক অভিযানে তাদের আটক করা হয়।
আটকৃকতরা হলেন – আবু সাইদ নয়ন, আহসান কবির মিঠু, মনিরুল ইসলাম জুয়েল, বায়েজিদ হোসেন, আব্দুল মান্নান, আবু হাসান রুবেল ও আব্দুল মালেক।
আটককৃতদের কাছ থেকে ঘুষ ভাগাভাগির ৮ লাখ ৩০ হাজার টাকা, সাত হাজার ডলার ও একটি রিভলবার জব্দ করা হয়েছে।
এদিকে গোয়েন্দা সংস্থার সূত্রে জানা গেছে, বর্তমান বিভাগীয় কাষ্টমস কমিশনার দায়িত্ব নেওয়ার পর থেকেই শুল্ক ফাঁকির এই সিন্ডিকেটটি সক্রিয় হয়ে ওঠেন।
ভারতীয় প্রসাধনী সামগ্রী থেকেই তারা শুল্ক ফাঁকি দিচ্ছিল বেশি। এই চক্রের সঙ্গে সোনামসজিদ স্থলবন্দরে নিয়োজিত কাষ্টমস পরিদর্শক রোকনুজ্জামান ও সহকারি কমিশনার বেলাল হোসেন ঘুষের বিনিময়ে পণ্য মুল্যায়নের মাধ্যমে রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল।