বক্তব্য রাখছেন বোরহানউদ্দিনের নিবার্হী কর্মকর্তা মো : আ: কুদ্ দূস
বোরহানউদ্দিনে ভূমি সপ্তাহ ২০১৭ পালিত হয়েছে । বোরহানউদ্দিন মুক্তিযোদ্ধা অফিসের তিন তলায় নির্বাহী কর্মকর্তা মো: আ: কুদ্ দূস এর সভাপতিত্বে এক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । নানা পেশার লোক জন এই আলোচনায় অংশগ্রহন করেন। এই সময়ে ভূমি সক্রন্ত নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বীর মুক্তিযোদ্ধা ও বোরহানউদ্দিন থানার মুক্তিযোদ্ধা কমান্ডার আহামুদুল্লাহ বলেন, অনেক ক্ষমতাশালী ব্যাক্তি গরিবের জমি দখল করেছে। অনেক অসহায় মুক্তিযোদ্ধা ভূমিহীন। আসহয় ও ভূমিহীনদের মাঝে সরকারী জমি বরাদ্ধ দিয়ে তাদের প্রতি সদয় আচরন করা হোক। এই সময় আরো বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা সমিতির সম্পাদক বশির উল্লাহ, রংধনু মালটিমিডিয়ার মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার আমির হোসেন, সেটেলমেন্ট আফিসার সিরাজুল ইসলাম, সাবরেজিষ্টার আবুল হোসেন দেওয়ান। বোরহানউদ্দিন ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-এর সভাপতি দ্বীন ইসলাম রুবেল , বার্তা প্রযোজক সাগর চৌধুরী।
নিবার্হী কর্মকর্তা মো: আ: কুদ্ দূস এর নেতৃত্বে ভুমি সেবা সপ্তাহের র্যালি
আলোচনা শেষে বোরহানউদ্দিন ভূমি অফিসের সামনে থেকে নিবার্হী কর্মকর্তা মো: আ: কুদ্ দূস এর নেতৃত্বে একটি র্যালি বের হয়। পরে বোরহানউদ্দিন বাজার ঘুড়ে আবার ভূমি অফিসের সামনে এসে র্যালিটি শেষ হয়।