ভোলা থেকে সুরেশ প্রভু ফিরে গেলেন।

PicsArt_09-25-07.40.39.jpg

ভোলা থেকে সুরেশ প্রভু ফিরে গেলেন।

ভোলা থেকে সাগর চৌধুরীঃ আজ সকালে ভোলা সফর করেছেন, ভারতের শিল্প, বাণিজ্য ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী সুরেশ প্রভু। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের আমন্ত্রণে আজ মঙ্গলবার সকালে (২৫ সেপ্টেম্বর) তিনি ভোলায় আসেন। বাংলাবাজার ফাতেমা খানম কলেজ অডিটোরিয়ামে জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

আজকের সভায় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমশিনার হর্ষ বর্ধন শ্রিংলা এবং বেশ কয়েক জন শীর্ষ ব্যবসায়ী সহ ভোলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং দেশী-বিদেশী গনমাধ্যমকর্মিরা সহ সরকারী কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এসময় দুই দেশের বাণিজ্যমন্ত্রী মুক্তিযুদ্ধের সময় ভারতের ভূমিকার কথা স্মরণ করে, দু’পক্ষের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে আরও ফলপ্রসূ পদক্ষেপ নেওয়া হবে বলেও আশা প্রকাশ করেছেন তারা।

সফরকারীরা বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত ভোলার বাংলাবাজারে স্বাধীনতা জাদুঘর ও ভিবিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলুর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- সুরেশ প্রভুর পত্নী উমা প্রভু, বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম এমপি, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, ইসলাম গ্রুপের চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম এবং বাংলাদেশ প্রতিদিন সম্পাদক, রেডিও ক্যাপিটাল ও নিউজটোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top