সৃষ্টির জগতে মানুষ এতিম হয়ে জন্মগ্রহণ করে না – নূরনবী চৌধুরী শাওন এমপি।

5555555555555555-1.jpg

নূরনবী চৌধুরী শাওন এমপি। 

নূরনবী চৌধুরী শাওন এমপির ফেইসবুক পোষ্ঠ থেকে,  সৃষ্টির জগতে মানুষ এতিম হয়ে জন্মগ্রহণ করে না। প্রতিটি শিশুরই নির্দিষ্ট পিতা-মাতা আছে। ভাগ্যের নির্মম পরিহাসে অল্প বয়সে তারা তাদের মা অথবা বাবা অথবা উভয়কেই হারান। এই হারানোর পেছনে তাদের কোন হাত নেই। অথচ তারাই সবচেয়ে ক্ষতিগ্রস্থ। তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই। চলুন আমরা সম্মিলিতভাবে এতিমদের সহায়তা করতে আঙ্গীকারবদ্ধ হয়ে নিজেকে এতিমের পাশে দাঁড় করাই। অসহায়দের সহায় হয়ে নিজেকে, দেশকে বা জাতিকে কিছুটা দায়মুক্ত করি।

ব্যক্তিগতভাবে এতিমদের জন্য অনেক কিছুই করছি। তাদের বিনা পয়সায় লেখাপড়ার জন্য আমি “মারকাজুল উলুম আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরী কওমী মাদ্রাসা ও এতিমখানা” প্রতিষ্ঠা করে দিয়েছি। যেখানে এই এতিম বাচ্চারা বিনামূল্যে লেখাপড়া, বিনে পয়সায় খাওয়া, বিনামূল্যে পোশাকসহ বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকেন।

আমার মন সব সময় এই এতিম বাচ্চাদের জন্য উন্মুক্ত থাকে। আমি বিশ্বাস করি, মহান রাব্বুল আলামিন আমাকেও তো শিশু বয়সে এতিম করতে পারতো! হয়তো আমাকেও বাবা অথবা মায়ের আদর-স্নেহ থেকে বঞ্চিত থাকতে হতো! আমাকেও হয়তো এই এতিম অনাথ বাচ্চাদের মতো মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হতো!


আসুন, আমরা সবাই মিলেমিশে এই এতিম বাচ্চাদের জন্য কিছু করার চেষ্টা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top